গণমাধ্যমকে এড়িয়ে গেলেন ইলিয়াস কাঞ্চন
সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৪ ১৭:২৭
১৯ এপ্রিল ২০২৪ ১৭:২৭
ঢাকা: শিল্পী সমিতির সবশেষ কমিটির সভাপতি ছিলেন ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন নিপুণ আক্তার। শুরু থেকেই আলোচনায় পাশাপাশি কাঞ্চন-নিপুণ পরিষদকে অনেক বেশি সমালোচনাও মোকাবিলা করতে হয়েছে।
অভ্যন্তরীণ নানা কোন্দলের কারণে কমিটির নির্বাচিত ২১ জন সদস্যকে দুই বছরের মধ্যে একটি সভায়ও পাওয়া যায়নি। নির্বাচিত একাধিক সদস্যের সদস্যপদও প্রত্যাহার করা হয়।
এমন পরিস্থিতিতে ভোট প্রদান শেষে ইলিয়াস কাঞ্চনের প্রতিক্রিয়া জানতে চায় গণমাধ্যম। তবে তিনি কোনো প্রতিক্রিয়া না দিয়ে গাড়িতে উঠে যান।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট দিচ্ছেন সদস্যরা।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৯টায় ভোট শুরু হয়।
সারাবাংলা/এজেডএস/একে