Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে নির্মিত হবে জাপানের বিখ্যাত ট্রেনিং সেন্টার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৪ ১৭:৩৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৭:৫৭

নরসিংদী: জাপানের দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় নরসিংদীতে সূচনা বিশ্ববিখ্যাত জাপানি প্রতিষ্ঠান কাওয়াই এবং সো-কিকাকো সেকেই গ্রুপের ট্রেনিং সেন্টার নিমার্ণ করা হবে। আগামী জুনের মধ্যেই সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এই প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু হবে।

বাংলাদেশি অংশীদারিত্বে শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ায় এই নতুন প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানের বিখ্যাত সো-কিকাকো সেকেই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মি. সুমিও হারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের সংরক্ষিত নারী এমপি ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দীকি রোজি, জাপানের সিনিয়র ইঞ্জিনিয়ার তসিরিও কান, কাওয়াই গ্রুপের বাংলাদেশি ম্যানেজিং ডিরেক্টর দেওয়ান সামির, গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস, রোজ গ্রুপের চেয়ারম্যান প্রবীর কুমার সাহাসহ অনেকে।

এসময় প্রধান অতিথি জানান, জাপানে দক্ষ শ্রমিকের সংকট রয়েছে। তবে জাপানের সরকারি নীতিমালায় অদক্ষ কোন শ্রমিক সেখানে স্থান পাবে না। তাই বাংলাদেশ-জাপানের সরকারের সু-সম্পর্কের ফলশ্রুতিতেই বাংলাদেশ থেকে শ্রমিক জাপানে প্রবেশ করানোর লক্ষেই কাওয়াই এবং সোকিকো গ্রুপের যৌথ ব্যবস্থাপনায় এখানে এই ট্রেনিং সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ জাপান ওয়ার্লড এসএসডব্লিউ ট্রেনিং সেন্টারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সরকারসহ স্থানীয়দের সহায়তা অব্যাহত থাকলে আগামী ৩ মাসের মধ্যেই এখানে স্থাপন করা হবে প্রকল্পের ভিত্তিপ্রস্তর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

জাপান ট্রেনিং সেন্টার নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর