Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের নির্বাচন: প্রথম ধাপে ১০২টি আসনে ভোট অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪ ১৬:০৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৯:০৭

ছবি: এনডিটিভি

ভারতে ২১টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে প্রথম ধাপে ভোটগ্রহণের মধ্যে দিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচন শুরু হয়েছে। এসব রাজ্যে মোট ১০২টি আসন রয়েছে। দেশটিতে এবার সাত ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ২০৪৭ সালের মাইলফলক হিসেবে দেখেছে ক্ষমতাসীন দল বিজেপি। আর গণতন্ত্র বাঁচানোর লড়াই হিসেবে দেখছে বিরোধীদলগুলো। খবর এনডিটিভি।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়ার প্রথম ধাপের নির্বাচন চলে বিকেল পর্যন্ত। ১০২টি আসনের মধ্যে তামিলনাড়ুর ৩৯টি, রাজস্থানে ১২টি, উত্তর প্রদেশে ৮টি, মধ্যপ্রদেশে ৬টি, উত্তরাখণ্ডে ৫টি, অরুণাচল প্রদেশে ২টি, মেঘালয়ের সব আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১টি আসনে এবং মিজোরাম, নাগাল্যান্ড, পুদুচেরি, সিকিম, ও লাক্ষাদ্বীপে ১টি করে আসেন ভোটগ্রহণ হচ্ছে। এছাড়া আসাম ও মহারাষ্ট্রে ৫টি করে, বিহারে ৪টি, পশ্চিমবঙ্গে ৩টি, মণিপুরে ২টি এবং ত্রিপুরা, জম্মু ও কাশ্মীর ও ছত্তিশগড়ে একটি করে আসন রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশে এই লোকসভা নির্বাচনের পাশাপাশি নতুন বিধানসভা নির্বাচন করবে। এর মধ্যে অরুণাচলে ৬০টি ও সিকিমে ৩২টি আসন রয়েছে।

ইতিহাসে সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক চর্চা হতে যাচ্ছে ভারতের এই নির্বাচন। দেশটির নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ৯৭ লাখ- যা বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে সর্বোচ্চ। সাত ধাপে ৪৪ দিনে ভোটগ্রহণ হবে। নির্বাচনে ব্যবহার হবে ৫৫ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। ভোট গণনা শেষে ফল প্রকাশ হবে ৪ জুন।

বহুদলীয় গণতন্ত্র হিসেবে ভারতের নির্বাচনে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দল ভোটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু সর্বভারতীয় পর্যায়ে মূল প্রতিদ্বন্দ্বী দল দুটি। ক্ষমতাসী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধান বিরোধীদল জাতীয় কংগ্রেস। এই দুই দল পৃথক দুটি জোটের নেতৃত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন

বিজেপি নেতৃতে দিচ্ছে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। এটি ২৬টি দলের একটি জোট। প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্ব দিচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলোপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)। এই জোটে আছে অন্তত ৪১টি দল।

সারাবাংলা/এনএস

টপ নিউজ ভারত

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর