Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কড়া পুলিশি পাহারায় চলছে নির্বাচন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৪ ১২:৩৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৩:৪২

ঢাকা: বিএফডিসি প্রাঙ্গণে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচন। নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে ও সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পুরো এফডিসিজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এজন্য পুলিশি পাহারায় ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। এতে হয়রানির শিকার হচ্ছেন ভোটার, শিল্পী, পরিচালক ও সাংবাদিকরা। নিরাপত্তার নামে আটকে দিতে দেখা গেছে বহু শিল্পী, পরিচালক, সাংবাদিককে।

বিজ্ঞাপন

তবে অতিরিক্ত নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক অভিনেতা। শিল্পী সমিতির সদস্য ও অভিনেতা হাসান জাহাঙ্গীর বলেন, ‘এফডিসিতে নিরাপত্তা দরকার আছে তবে, এতটা দরকার নেই। ভোটারের চেয়ে প্রশাসন বেশি। এত প্রশাসন দরকার নেই তো। শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে মিলনমেলা। দুই বছর পরপর ভোটের দিন উৎসবে মেতে উঠেন শিল্পীরা। কিন্তু এফডিসিতে এসে এসব কি দেখছি। এখানে তো সন্ত্রাসী নেই, এত প্রশাসন থাকবে কেন?’

নির্বাচনের কারণে এফডিসির মূল ফটক থেকে এফডিসির বিভিন্ন জায়গায় প্রায় আড়াইশ পুলিশ সদস্যসহ সাদা পোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত লক্ষ্য করা যায়। এ নিয়ে সাধারণ শিল্পীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তবে কেউ কেউ এটি ইতিবাচক হিসেবে দেখছেন।

চিত্রনায়িকা নাসরিন বলেন, নিরাপত্তার বিষয়টিতে এবার শৃঙ্খলা রয়েছে। যার কারণে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে বলে আমি মনে করি।

সারাবাংলা/এজেডএস/এনএস

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর