পাকিস্তানের বিপক্ষে সিরিজে আগ্রহী রোহিত
১৯ এপ্রিল ২০২৪ ০৯:৩৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৫:২৮
একটা সময় নিয়মিতভাবেই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করত দুই দেশ। প্রায় প্রতি বছরই ভারত-পাকিস্তান জমজমাট দেখত ক্রিকেট বিশ্ব। তবে এক যুগের বেশি সময় ধরে রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রেখেছে দুই দেশ। আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হলেও দ্বিপাক্ষিক সিরিজে আগ্রহী নয় ভারত। এবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলছেন, দেশের মাটিতে না হলেও নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী তিনি।
সবশেষ ২০১২-১৩ মৌসুমে মিসবাহ-উল-হকের নেতৃত্বে পাকিস্তান দল এসেছিল ভারতে সিরিজ খেলতে। এরপর বিভিন্ন সময়ে আইসিসির টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে দুই দল। তবে ভারতের আপত্তির মুখে দ্বিপাক্ষিক সিরিজে আর খেলা হয়নি। এমনকি পাকিস্তানের মাটিতে খেলতে নারাজ ভারতের কারণে পরিবর্তন করতে হয়েছে এশিয়া কাপের ফরম্যাটও। এসব কারণে নানা সময় বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলাও করেছে পিসিবি। আইসিসির কাছে ধর্না দিয়েও ভারতের মন গলানো যায়নি।
রোহিত অবশ্য পাকিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে হলেও দ্বিপাক্ষিক সিরিজের পক্ষে কথা বললেন, ‘আমি অবশ্যই তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাই। তারা দারুণ একটা দল। তাদের দুর্দান্ত বোলিং লাইনআপ আছে। বিশেষ করে বিদেশের মাটিতে তাদের বিপক্ষে খেলাটা দারুণ চ্যালেঞ্জিং হবে। দারুণ একটা সিরিজও হবে।’
গত এক যুগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আরব আমিরাতসহ অনেক দেশি ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের আগ্রহ দেখিয়েছে। দলের প্রথম ক্রিকেটার হিসেবে রোহিত জানালেন, ভারতের উচিত হবে অন্তত নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনের অনুমতি দেওয়া, ‘দিনশেষে আমরা ভালো লড়াই দেখতে চাই। আর এই দুই দলের লড়াই সবসময়ি জমজমাট হয়। আমরা তাদের বিপক্ষে আইসিসি টুর্নামেন্টে প্রতিনিয়তই খেলছি। তাই দ্বিপাক্ষিক সিরিজ তো খেলাই যায়। আমি শুধু ক্রিকেট খেলতেই আগ্রহী। সেটা যেখানেই হোক না কেন। এই দুই দল মুখোমুখি হলে অবশ্যই দারুণ কিছু হবে।’
আগামী জুনে আসন্ন টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
সারাবাংলা/এফএম