সোনার ভরি ছাড়াল ১ লাখ ১৯ হাজার
১৮ এপ্রিল ২০২৪ ২৩:১৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৩:২১
ঢাকা: সোনার দামে নতুন নতুন রেকর্ডের ধারাবাহিকতা থামছেই না। এবারে ১০ দিনের ব্যবধানে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে আরও দুই হাজার ৬৫ টাকা। তাতে ২২ ক্যারেট তথা সবচেয়ে ভালো মানের সোনার প্রতি ভরির দাম পেরিয়ে গেছে এক লাখ ১৯ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ দিন সন্ধ্যা ৭টা থেকেই সোনার নতুন দাম কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার আগ পর্যন্ত দেশের বাজারে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি ভরির বাজুস নির্ধারিত দাম ছিল এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। বাজুসের নতুন দাম অনুযায়ী এখন এই মানের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে এক লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। দেশের বাজারে এর আগে কখনো সোনার দাম এত বেশি হয়নি।
এদিকে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম এক লাখ ১২ হাজার ২০৮ টাকা থেকে বেড়ে হয়েছে এক লাখ ১৪ হাজার ২০২ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরি ৯৬ হাজার ২২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৭ হাজার ৮৮৪ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির নতুন দাম ৭৮ হাজার ৮০২ টাকা।
বাজুস জানিয়েছে, সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম বাড়েনি।
সারাবাংলা/টিআর