Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানির রিজার্ভ ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৪ ২২:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পানির রিজার্ভ ট্যাংকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে কালুরঘাট শিল্প এলাকার কাদের ট্রেডিং কোম্পানি লিমিটেডে এ ঘটনা ঘটে। মৃত হাবিবুর রহমান (৫৫) পটুয়াখালী জেলার মির্জাপুর উপজেলার মাধবখালী গ্রামের বাসিন্দা।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন অফিসার বাহার উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘কাদের ট্রেডিং কোম্পানির লিমিটেডের কর্মচারী হাবির প্রতিষ্ঠানটির আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হাউজ থেকে বালতি দিয়ে পানি নিতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। খবর পেয়ে আমরা ওই পানির ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করেছি।’

তিনি আরও বলেন, ‘হাবিব আজ রোজা রেখেছিলেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে আমরা কিছু ভেজা কাপড় পেয়েছি। হয়তো কাপড় ধোয়ার জন্য তিনি বালতি দিয়ে পানি নিতে গিয়েছিলেন।’

সারাবাংলা/আইসি/এনএস

চট্টগ্রাম শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর