বিজিবি’র মহাপরিচালকের মিয়ানমার সীমান্ত পরিদর্শন
১৮ এপ্রিল ২০২৪ ২২:০০ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ২২:০২
বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা ১১ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে বিজিবি কার্যালয় পরিদর্শন করেন। দুপুরে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া আসা জান্তা বাহিনীর সদস্যদের খোঁজ খবর নেন। পরে ১১ বিজিবির অধিন চাকঢালা বিওপি (বর্ডার অবজারবেশন পোস্ট) পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে মিয়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর পালিয়ে আসার স্পটগুলোর খোঁজ খবর নেন (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। একইসঙ্গে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি।
এ সময় কক্সবাজার রিজিয়ন কমন্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলমসহ বিজিবি রামুর সেক্টর ও তার অধীনস্থ বিজিবি ব্যাটালিয়নে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র জোন কমন্ডার ও অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদসহ আরও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএস
নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড বাংলাদেশ বান্দরবান বিজিবি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী