মোটরসাইকেলকে চাপা দিয়ে পালালো বাস, ২ জনের প্রাণহানি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৪ ১৭:২৭ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ২২:১২
১৮ এপ্রিল ২০২৪ ১৭:২৭ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ২২:১২
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কামালিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম আশরাফুল ইসলাম। তিনি জেলার বাজিতপুর উপজেলায় আব্দুল্লাহ আল রাজিবের ছেলে। অপর নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
তিনি আরও জানান, মরদেহ কটিয়াদী হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সারাবাংলা/একে