Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতের সহায়তায় গণতন্ত্রকামীদের বন্দি রেখেছে সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৪ ১৬:৫৪ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ১৯:১৯

ঢাকা: ভারতের সহায়তা নিয়েই সরকার দেশের গণতন্ত্রকামী জনগণকে বন্দি করে রেখেছে বলে অভিযোগ করেছেন রুহুল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উত্তরার দিয়াবাড়ির ‘ফ্যান্টাসি আইল্যান্ড’এ আয়োজিত বিএনপির উত্তরার কয়েকটি থানার সদ্যকারামুক্ত নেতা-কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘আপনারা (সরকার) দেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেননি, আপনারা শুধু পার্শ্ববর্তীদেশকে খুশি করার জন্যই কথা বলেন। আপনারা যে কত বড় ভণ্ড, কত বড় আত্মপ্রবঞ্চক, এটা দেশবাসী জানে। এজন্য অবাধ সুষ্ঠু নির্বাচন দেন না, এজন্য মতপ্রকাশের স্বাধীনতা দেন না, এজন্য জনগণের সমস্ত নাগরিক স্বাধীনতা, নাগরিক অধিকারকে আপনারা কুক্ষিগত করেছেন।’

তিনি বলেন, ‘আজকে দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ-র‌্যাব সব কিছু আপনাদের হাতের মুঠোয়, সব কিছু আপনারা কুক্ষিগত করে রেখেছেন, কোথায়ও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সব আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে বন্দি করে রেখেছে। এদেশের গণতন্ত্রকামী মানুষ শুধু বিএনপি নয়, সকল জনগণকে আপনারা বন্দি করে রেখেছেন পার্শ্ববর্তীদেশের সহায়তা নিয়ে।’

‘এবার আমরা বিএনপিসহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব’— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এরকম বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ংকরতম সাম্প্রদায়িক শক্তি এখন পার্শ্ববর্তী দেশের সরকার পরিচালনা করছে। বাবরি মসজিদের জায়গায় মন্দির বানিয়েছে, এটা মিথ্যা নাকি সত্য? সেই সাম্প্রদায়িক শক্তি যারা ভারতের রাষ্ট্র পরিচালনা করছে একমাত্র তারা আপনাদের (সরকার) সমর্থন জানিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তাদের একজন কূটনীতিক বলেছেন যে, ইন্ডিয়ার চাপে ইন্ডিয়ার কর্মতৎপরতায় আমেরিকার রাষ্ট্রদূত নাকি চুপ হয়ে গেছেন, পালিয়ে গেছেন এরকম একটা শব্দ ব্যবহার করেছেন। এতো বড় সাম্প্রদায়িক শক্তি যারা ভারতের রাষ্ট্র ক্ষমতায়, তাদের সাথে আপনাদের সখ্যতা, তাদের সাথে আপনাদের বন্ধুত্ব আপনার একজন সাবেক মন্ত্রী বলেছিলেন, ভারতের সাথে নাকি স্বামী-স্ত্রীর সম্পর্ক। আর আপনারা এখন বলেছেন, সাম্প্রদায়িক শক্তিকে দেশ থেকে নাকি তাড়াবেন।’

রিজভী বলেন, ‘ইসরাইল যখন হামাসের ওপর আক্রমণ করছে, নির্বিচারে বোমের আঘাতে শিশুরা আর্তনাদ করছে। এই সরকারের প্রধান তখন তাদের পক্ষে বললেন, খুব মায়া কান্না কাঁদলেন। আবার ইসরাইলের বিমান এখানে (ঢাকায়) নেমেছে কেন? এর রহস্য কি? আমরা অনেক কথাই শুনি। বিরোধী দলের কথা-বার্তা মোবাইল থেকে টেপ (রেকর্ড) করার জন্য নাকি যন্ত্র কেনা হচ্ছে ইসরাইল থেকে। আর মায়া কান্না দেখাচ্ছেন। এগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামির নমুনা।’

তিনি বলেনন, ‘অত্যন্ত গভীর সম্পক রয়েছে শেখ হাসিনার। তা না হলে ওদের (ইসরাইল) সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই। আমাদের পাসপোর্টে লেখা ছিল সব দেশে ভ্রমণ করা যাবে এক্সসেপ্ট ইসরাইল। এখন সেটা তুলে দিয়েছে। প্রধানমন্ত্রী মুখে বলছেন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নাই। কিন্তু তাদের একজন মন্ত্রী বলেছেন, তলে তলে ঠিকই ইসরাইলের সঙ্গে সম্পর্ক রয়েছে।’

‘অনেক ষড়যন্ত্র-চক্রান্তের মধ্যে উনি (শেখ হাসিনা) জড়িত হয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে আজকে দুর্বল করেছেন। প্রভুদের খুশি রেখে উনি বাংলাদেশের ক্ষমতা দখল করে রাখতে চান। এটাই তার অভিপ্রায়’- বলেন রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের যে লড়াই, জাতীয়তাবাদী শক্তির যে লড়াই— এটা আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার করার লড়াই। এই লড়াই শুরু করেছিলেন জিয়াউর রহমান এদেশের মহান স্বাধীনতার ঘোষক। এ দেশের মহান গণতান্ত্রিক আন্দোলনের অসীম সাহসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সব সময় সোচ্চার থেকেছেন স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে। তার নেতৃত্বে আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব, আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব।’

অনুষ্ঠানে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. মোস্তফা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য আলাউদ্দিন সরকার টিপু, এবিএম আবদুর রাজ্জাক, আহসান হাবিব মোল্লা ও হাজী মো. ইউসুফ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনএস

টপ নিউজ বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর