উপজেলা নির্বাচন: কিশোরগঞ্জে ৫ জনের মনোনয়নপত্র বাতিল
১৭ এপ্রিল ২০২৪ ২৩:৩১ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ০০:২৪
কিশোরগঞ্জ: প্রথম ধাপে অনুষ্ঠেয় কিশোরগঞ্জের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যানসহ চারজন ও ভাইস চেয়ারম্যান পদে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় মিলনায়তনে বুধবার (১৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলে।
বাছাইয়ে তথ্য গোপন, মিথ্যা তথ্য প্রদান ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চেয়ারম্যান পদে পাকুন্দিয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুসহ দুজন ও হোসেনপুর উপজেলায় দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া পাকুন্দিয়া উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান হারুনুর রশীদ জুয়েলের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোরশেদ আলম বলেন, বাছাইয়ের পর চেয়ারম্যান পদে কিশোরগঞ্জ সদরে চারজন, হোসেনপুরে ছয়জন ও পাকুন্দিয়ায় পাঁচজনের প্রার্থিতা বহাল রয়েছে। এ ছাড়া তিন উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় নির্বাচন অফিসের কর্মকর্তা, পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর