ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
১৭ এপ্রিল ২০২৪ ২১:২৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ২৩:১২
লেবাননের ইরান-সমর্থিত মিলিশিয়া গ্রুপ হিজবুল্লাহ বলেছে, তারা একটি ইসরাইলি ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে এই হামলা চালানো হয়। এতে অন্তত ১৮ ইসরাইলি আহত হয়েছে বলে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে।
মিলিশিয়া গ্রুপটি জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় দুই কমান্ডারসহ তাদের তিন সদস্য নিহত হয়েছেন। ওই হামলার প্রতিশোধ হিসেবে আজ বুধবার ইসরাইলি ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তর গ্যালিলের বেদুইন গ্রাম আরব আল-আরামশে একটি কমিউনিটি সেন্টারে একটি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ১৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৪ জন আইডিএফ সেনা ও বাকি চারজন বেসামরিক।
আইডিএফ বলেছে, দক্ষিণ লেবাননের আইতা অ্যাশ-শাবে এলাকা থেকে হিজবুল্লাহর কর্মীরা এই হামলা চালিয়েছে। হামলার প্রতিক্রিয়া হিসেবে সেখানে একটি ভবন লক্ষ্য করে আইডিএফ-এর ফাইটার জেট হামলা চালিয়েছে।
সারাবাংলা/আইই