Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু, আহত-২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৪ ০৯:৪০

নরসিংদী: নরসিংদীর তিন উপজেলায় বজ্রপাতের ঘটনায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছে। এর মধ্যে রায়পুরা উপজেলায় বজ্রপাতে জাকির আলী (৪০) নামে এক পিকাপভ্যান চালক মারা গেছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলের পর শুরু হওয়া ঝড়ো হাওয়ার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত জাকির আলী পার্শবর্তী মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার আলীম উদ্দিনের ছেলে। তিনি রায়পুরার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণ্যেরটেক এলাকায় পরিবারসহ শ্বশুর বাড়িতে থেকে পিকাপভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

বিজ্ঞাপন

এদিকে জেলার বেলাব এবং মনোহরদী উপজেলায় বজ্রপাতে আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন- বেলাবর ধুকুন্দী এলাকার দুলাল মিয়ার স্ত্রী আকলিমা বেগম (৪০) এবং মনোহরদীর আকানগরের কাওছার মিয়ার স্ত্রী ঝুমা আক্তার (২৬)।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে ঝড়ো হাওয়ার সময় সড়কের পাশেই বসে ছিলেন জাকির আলী। এ সময় বজ্রপাতে আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে বারৈচার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়। এছাড়া আহত দুইজনকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ মোল্লা জানান, বজ্রপাতের ঘটনায় রায়পুরার একজন মারা গেছেন। এছাড়াও বেলাব থেকে আসা আকলিমা বেগমকে ভার্তি নিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আর মনোহরদীর ঝুমা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর