Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৮ হাজার হাজি যেতে পারবেন না মুজদালিফায়

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৪ ০০:২৮

ঢাকা: আর মাত্র তিন সপ্তাহ পর বাংলাদেশ থেকে হজ ফ্লাইট ‍শুরু হলেও সৌদি আরবে হাজিদের জন্য এখনো বাড়ি ভাড়াই করা হয়নি। এমনকি বাড়ি ভাড়া করার জন্য হজ মিশন, এম্বাসি ও ধর্ম মন্ত্রণালয়ের তেমন কোনো সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ করেছেন হজ এজেন্সির অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। আর সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করে বলেন, ২৮ হাজার হাজি মুজদালিফায় যেতে পারবেন না। তারা শুধু মিনা ও আরাফাতে যেতে পারবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে হজ ব্যবস্থাপনা ২০২৪ সংক্রান্ত এক মত বিনিময় সভায় হাব সভাপতি এসব কথা বলেন।

শাহাদাত হোসাইন অভিযোগ করে বলেন, ‘মুজদালিফায় হজের একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে। যা ওয়াজিব। এটি হাজিদের পালন করতে হয়। অথচ ২৮ হাজার হাজি মুজদালিফায় যেতে পারবেন না। তারা শুধু মিনা ও আরাফাতে যেতে পারবেন। এ নিয়ে হজ মিশন ও মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ দেখছি না। হাব দেখতে চায়, হজ মিশন এই হাজিদের সমস্যা সমাধান করবে।’

এদিকে এখন পর্যন্ত হাজিদের জন্য বাড়ি ভাড়াও করা হয়নি। সে ব্যাপারে তিনি বলেন, ‘এজেন্সির পক্ষ থেকে কাউকে ভিসার ব্যবস্থা করা হচ্ছে না। অন্যদিকে হাজিদের বাড়ি ভাড়া করার জন্য হজ মিশন কোনো সহযোগিতাও করছে না। বাড়ি ভাড়ার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে টাকা স্থানান্তরও সময় মতো করছে না। এতে হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিয়েছে।’

হাব সভাপতি অভিযোগ করে বলেন, কয়েকজন কর্মকর্তা এজেন্সির পক্ষ থেকে ওমরা ভিসায় সৌদি আরবে এনে বাড়ি ভাড়ার সমস্যা সমাধান করার পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে হাভ সভাপতি বলেন, ‘ওই কর্মকর্তা হয়তো জানেন না যে, সৌদি আরব গতকাল থেকে ওমরা ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে। এমনকি ওমরা ভিসায় সৌদি আরবে যারা অবস্থান করছেন তাদেরও বের হয়ে আসতে হবে কয়েক দিনের মধ্যে।’

এ সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার উদ্যোগ নিতে হবে মন্ত্রণালয়কে—এমনটাই পরামর্শ হাব সভাপতির। তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে যাতে এজেন্সির পক্ষ থেকে ভিসার ব্যবস্থা করা হয়। হজ এজেন্সির সহযোগিতায় যেন এজেন্সির প্রতিনিধি হাজিদের বাড়ি ভাড়ার ব্যবস্থা করতে পারেন। এখনো ফ্লাইট সূচি ঘোষণা করা হয়নি। ফ্লাইট সুচির সঙ্গে বাড়ি ভাড়ার একটা সম্পর্ক রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, এখন পর্যন্ত মাত্র ৮৩ জনের টাকা সৌদি আরবে স্থানান্তর করা হয়েছে। যা ঈদের আগের দিন পর্যন্ত ছিল মাত্র ৪১ জনের। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, টাকা যেতে সময় লাগে। একদিনে ১৫ জনের বেশি টাকা পাঠানো যায় না। ব্যাংকের সমস্যা রয়েছে ইত্যাদি নানান অযুহাত দিচ্ছেন। এসব আমরা শুনতে চাই না। যারা নিবন্ধন করেছেন টাকা জমা দিয়েছেন তারা যাতে ভালোভাবে হজ সম্পন্ন করতে পারেন সেই কাজ দেখতে চাই আমরা।’

তিনি আরও যোগ করেন, সরকারিভাবে মাত্র চার হাজার হাজি যাবেন হজ করতে। তার বিপরীতে ৪০ জন সেবা দেওয়ার কাজে যেতে পারেন। কিন্তু ওনারা তো যাচ্ছেন চার হাজার লোকের এক বিশাল বহর। সেই হিসেবে তাহলে বেসরকারি ব্যবস্থাপনায় কত লাখ যাবেন বিপরীতে কত হাজার সেবা দেওয়ার কাজে যেতে হবে। কিন্তু সেই অনুযায়ী কাউকে যেতে দেওয়া হচ্ছে না।’

সারাবাংলা/ইউজে/এসএস

টপ নিউজ হজ হজ ২০২৪ হাব

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর