Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ২৩:২৮

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দুর্গাসাগর দিঘিতে পুণ্যস্নানে নেমে পানিতে ডুবে মন্দিপ মণ্ডল (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মন্দিপ মণ্ডল বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ড অক্সফোর্ড মিশন রোডের সাগর মণ্ডলের ছেলে। সে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

মন্দিপের মা চম্পা মণ্ডল বলেন, ‘দুর্গাসাগর দিঘিতে দুই ছেলেকে নিয়ে পুণ্যস্নান করতে নামেন স্বামী সাগর মণ্ডল।স্নান শেষে ওঠার সময় মন্দিপকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। মাইকিং করা হয়। পরে ডুবুরিরা ঘাটের কিছুদূর থেকে ছেলেকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের টিম লিডার মীর শাহবুদ্দিন বলেন, ‘মন্দিপকে না পেয়ে মাইকিং করার সঙ্গে সঙ্গে দিঘিতে তাদের ডুবুরিরা তল্লাশি শুরু করেন। পরে ডুবুরি ঘাটের কিছু দুর থেকে অচেতন অবস্থায় মন্দিপকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।’

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, ‘দুর্গা সাগর দিঘিতে ডুবে যাওয়া এক তরুণকে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/একে

কলেজছাত্র পানিতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর