রুমায় কেএনএফের ৯ সদস্য আটক, অস্ত্র ও গোলাবারুদ জব্দ
ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ২২:৫৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২২:৫৯
১৬ এপ্রিল ২০২৪ ২২:৫৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২২:৫৯
বান্দরবান: বান্দরবানের রুমা থেকে ৯ জন কেএনএফ সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৯টি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে মঙ্গলবার (১৬ এপ্রিল) বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৯ সদস্যকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সারাবাংলা/একে