Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাককর্মীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ২২:০০

চট্টগ্রাম ব্যুরো: বিয়ের আশ্বাস দিয়ে পোশাককর্মী নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

দণ্ডিত মো. আলমগীর (২৫) কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার বাসিন্দা।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ঘটনার শিকার নারী ও আসামি আলমগীর পোশাক কারখানায় কাজ করতেন। তারা দু’জনেই বায়েজীদ বোস্তামি এলাকায় থাকতেন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১৭ আগস্ট ওই নারীর বাসায় পরিবারের কেউ না থাকার সুবাধে আলমগীর সেখানে যান। আলমগীর ওই নারীর সঙ্গে শারিরীক সম্পর্ক স্থাপন করতে চাইলে তিনি বাধা দেন। পরে আলমগীর ওই নারীকে বিয়ে করবে আশ্বাস দিয়ে শারিরীক সম্পর্ক করেন।

এরপর আলমগীরকে ওই নারী মোবাইলে কল দিলে তিনি তাকে চেনেন না বলে জানান এবং এ ব্যাপারে ভিকটিম নারীকে হুমকি প্রদান করেন।

পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে পরিকল্পিতভাবে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় ওই নারী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলা তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি নিখিল কুমার নাথ সারাবাংলাকে জানান, মামলার তদন্ত শেষে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২১ সালের ৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় পাঁচ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন। রায়ের সময় আসামি আলমগীর আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/একে

আদালত টপ নিউজ ধর্ষণ পোশাকর্মী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর