Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে সাড়ে ৪ কেজি সোনাসহ ২ পাচারকারী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ২১:৫০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ০৩:১৮

ঢাকা: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪ কেজি ৬৩৩ গ্রাম ওজনের ৪০টি সোনার বারসহ ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ- বিজিবি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এসব উদ্ধার করে। বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলো- মহেশপুর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (৫৩) এবং মৃত আকতার আলীর ছেলে মো. হুমায়ন কবির (৪০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এ পরিপ্রেক্ষিতে অধিনায়কের দিকনির্দেশনায় পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহলদল ছয়ঘড়িয়া নামক স্থানে অবস্থান নেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে একজনের কোমরের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ৪০টি সোনার বার পাওয়া যায়। আটক সোনার ওজন ৪.৬৩৩ কেজি। যার বর্তমান বাজারমুল্য প্রায় ৪ কোটি ৪৮ লাখ টাকা।

আটক ব্যক্তিদের তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এ ছাড়া, সোনার বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ সীমান্ত সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর