Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রার্থীদের কাছে মনোনয়নপত্রের প্রিন্ট কপি চাওয়া যাবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ২০:৩৪ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ০০:৩৬

ঢাকা: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের কাছে মনোনয়নপত্রের প্রিন্ট কপি চাইতে পারবেন না। আইন না মানায় মাঠ প্রশাসের কর্মকর্তাদের এ বিষয়টি পরিপালনের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান ইতোমধ্যে নির্দেশনাটি সব রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) নির্বাচন কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মমর্তাদের কাছে পাঠানো ইসির নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ১৫ অনুযায়ী বাধ্যতামূলকভাবে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান করা হয়েছে। অনলাইন মনোনয়নপত্র দাখিলের পর কোনো কোনো জেলা/উপজেলা থেকে মনোনয়নপত্রের প্রিন্ট কপি প্রার্থীর কাছে চাওয়া হচ্ছে, যা বিধিবহির্ভূত।

প্রার্থীদের প্রিন্ট কপি প্রদানে বাধ্য না করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে বিধি অনুযায়ী বাছাইয়ের সময় হলফনামার মূলকপি অথবা কোনো তথ্য বা কাগজপত্র অপূর্ণ থাকলে তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে অবহিত করা যেতে পারে। বিধি ১৭ অনুযায়ী বাছাইয়ের সময় প্রার্থী বা প্রস্তাবকারী, সমর্থনকারী অথবা প্রার্থী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতির সুযোগ থাকলেও বাধ্যতামূলক নয়।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ১৫০ উপজেলায় ভোট হবে ৮ মে।

বিজ্ঞাপন

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ নির্বাচন কমিশন প্রিন্টকপি মনোনয়নপত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর