Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মদনপুরে ট্রাকচাপায় ইজিবাইকের যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ১৯:৩৫

নারায়ণগঞ্জ: জেলার মদনপুরে ট্রাকচাপায় আবু কালাম (২২) নামে ইজিবাইকের এক যাত্রী মারা গেছেন। এই সময় আহত হয়েছেন দুই ভাইসহ তিন জন। মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ৩টার দিকে মদনপুর ইস্পাহানি বাজারের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কালামের বাড়ি বাড়ি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও সনমানদি এলাকায়। কালাম পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।
এই ঘটনায় আবুল কালামের ছোট ভাই ওমর ফারুক (২০), খালাতো ভাই শাওন (১৮) ও মিশুক চালক (৩৫) আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

আবুল কালামের বড় ভাই আব্দুল মোত্তালিব জানান, কালামসহ তিনজন ইজিবাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন। ইজিবাইকটি ইস্পাহানি বাজারের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালকসহ চার জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক আবু কালামকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সোনারগাঁ থেকে চার জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক কালাম নামে এক যুবকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও তিন জন হাসপাতালে ভর্তি আছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এদের মধ্যে ইজিবাইক চালকের অবস্থা আশঙ্কাজনক।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

মদনপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর