Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৫০ প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ১৭:০৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২০:৩৮

ঢাকা: খাদ্য মন্ত্রণালয় আরও ৫০টি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিয়ে আদেশ জারি করেছে। এই ৫০ প্রতিষ্ঠান প্রায় এক লাখ ২৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানি করতে পারবে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

সেখানে বলা হয়, বেসরকারিভাবে আরও ৫০ আমদানিকারককে ৯১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৩ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দ্রুত চালের বাজারের সংকট কাটিয়ে উঠতে আমদানি করা চাল ১৫ মে এর মধ্যে বাজারজাত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরাদ্দ প্রাপ্ত আমদানিকারকরা আগামী ১৫ মে এর মধ্যে সব চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে, আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে, বরাদ্দের অতিরিক্ত আইপি (Import Permit) ইস্যু/জারি করা যাবে না, আমদানিকৃত চাল অন্য কোনো প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করা যাবে না এবং আমদানিকৃত বস্তায় চাল বিক্রয় করতে হবে।

তাছাড়া আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে দেওয়ার কথা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, এর আগে, ২১ মার্চ বেসরকারিভাবে ৪৯ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৪ হাজার মেট্রিক টন আতপ চালের আমদানির অনুমতি দিয়েছিল সরকার।

সারাবাংলা/জেআর/ইআ

খাদ্য মন্ত্রণালয় টপ নিউজ প্রজ্ঞাপন জারি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর