Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ১৬:৫৯

খুলনা: খুলনায় ইউশাহর (১৭) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে আড়ংঘাটা থানা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক। নিহত ইউশাহ আড়ংঘাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খায়রুজ্জামান ববির ছেলে।

পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, খায়রুজ্জামান ববি গতকাল সোমবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে দাওয়াতে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে গেটের দরজা বন্ধ দেখতে পান। অনেক চেষ্টার পর দরজা খুলে ছেলেকে ডাকাডাকি করেন তারা। সাড়া-শব্দ না পেয়ে বাড়ির পেছন গিয়ে জানালা খুলে ইউশাহকে হাত-পা বাঁধা অবস্থায় বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন। তার চোখে গামছা পেঁচানোও ছিল। পরে সবাই দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

নিহত ইউশাহর বাবা খায়রুজ্জামান ববি বলেন, ‘আমার ছেলে ভদ্র ও নম্র প্রকৃতির। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো। তার কোনো শত্রু ছিল না। আমার ছেলে সুইসাইড করেনি। আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে।’

মঙ্গলবার (১৬ এপ্রিল) আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, ‘নিহতের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলাও হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ইউশাহর ময়নাতদন্ত হবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/এমও

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর