Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বিদেশি শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ১৬:২৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৬:২৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় এক বিদেশি নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) রাত ১টার দিকে আউটার লিংক রোডের চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুটফাফোন বুমবাম জেইডলা (২৩) লাউসের নাগরিক। তিনি নগরীর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী বলে জানা গেছে। আহত দুইজনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুইজন বাংলাদেশি নাগরিক।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম সারাবাংলাকে জানান, পতেঙ্গা সী-বীচ এলাকায় তারা রাতে ঘুরতে এসেছিলেন। সী-বীচ থেকে বাসায় যাওয়ার পথে সড়ক বিভাজকের সঙ্গে তাদের পাজেরো গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই বিদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়।

ওসি আরও বলেন,পাজেরো গাড়িটির সামনের চাকা ব্লাস্ট হওয়ার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকের সঙ্গে ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত বিদেশি শিক্ষার্থী গাড়ির পেছনের সিটে ছিলেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। আহত দুইজন নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান ওসি।

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম বিদেশি শিক্ষার্থী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর