Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা করবেন না: শান্ত

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪ ১৪:৫৪

টি-২০ বিশ্বকাপের এবারের আসর শুরু হতে বাকি আর মাত্র দেড় মাস। প্রতিবারের মতো এবারও বাংলাদেশকে নিয়ে আশায় বুক বাঁধতে প্রস্তুত সমর্থকরা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ভিন্ন সুর। আজ ১৬ এপ্রিল রাজধানীর গুলশানের একটি অনুষ্ঠানে শান্ত বলেছেন, সমর্থকদের উচিত হবে এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে খুব বেশি প্রত্যাশা না করা।

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে শান্তকে প্রশ্ন করা হয়েছিল দলের প্রস্তুতি নিয়ে। শান্ত জানিয়েছেন, বিশ্বকাপে তাদের নিয়ে খুব বেশি প্রত্যাশা করা উচিত হবে না, ‘প্রতি বছরই দেখি বিশ্বকাপের আগে এসব নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশার কথা হয়, এটা করব, সেটা করব। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, প্রত্যাশা খুব একটা করার দরকার নেই। প্রত্যাশা সবার মনের ভেতরই থাক। আপনারাও জানেন বাংলাদেশ কী চায়। সবাই চায় আমরা ভালো কিছু করি। তবে এটা নিয়ে যখন অনেক বেশি মাতামাতি হয় তখন আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। ফল যখন হবে, এমনি বুঝা যাবে। আমরা প্রত্যেক ম্যাচ জেতার জন্য ১২০ শতাংশ দেব। এটা নিশ্চয়তা দেব যে আমরা জয়ের জন্যই নামব। একটাই অনুরোধ, আমরা যেন এসব নিয়ে বেশি মাতামাতি না করি।’

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে ভালো উইকেটের প্রত্যাশা শান্তর, ‘সবশেষ ৬-৭ সিরিজে এই দলটা বেশিরভাগ সিরিজ জিতেছে। শ্রীলংকার বিপক্ষে আমরা যে উইকেটে খেললাম, সেরকম উইকেট চাইছি। যুক্তরাষ্ট্রে যে ধরনের উইকেটে খেলা হবে, তেমন উইকেটে খেলতে পারলে ভালো হয়। এ সিরিজটা গুরুত্বপূর্ণ। এটা ভালোভাবে শেষ করতে পারলে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যেতে পারব।’

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে টি-২০ ফরম্যাটে বেশ আশা জাগানিয়া পারফরম্যান্স করছে বাংলাদেশ। দলগতভাবে এক লক্ষ্যে খেলাই এর মূল রহস্য বলে জানালেন শান্ত, ‘আমরা এই ফরম্যাটে একটা দল হিসেবে খেলছি। সবার অবদান থাকলেই সেই ম্যাচ আমরা জিতি। পেস বিভাগে আমরা বেশ উন্নতি করেছি। পাশাপাশি স্পিন ও ব্যাটিংটাও। আমাদের দলে কোন বিশেষজ্ঞ ক্রিকেটার নেই।’

আগামী ৮ জুন ডালাসে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ডি গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপার। গ্রুপের সেরা দুই যাবে সুপার এইটে।

 

সারাবাংলা/এফএম

টপ নিউজ টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর