Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোজ্যতেলের দাম বাড়ার তথ্য জানেন না বাণিজ্য প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ১৩:৫৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৮:৩৭

ঢাকা: লিটার প্রতি ১০ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭৩ টাকা। ফলে ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকা।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি।

তবে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তের তথ্য বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানেন না বলে জানিয়েছেন।

ভোজ্য তেলের দাম এভাবে বাড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘রমজান উপলক্ষ্যে ভোজ্যতেলের ওপর ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হয়েছে ১৫ এপ্রিল। এখন পুরোনা দামে তেল বিক্রি করতে চায় মিল মালিকরা। ফলে ভোজ্যতেলের দাম বাড়ছে এমন ধারণা করছে ব্যবসায়ীরা। এভাবে তেলের দাম বাড়িয়ে আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই।’

মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য প্রেসে প্রতিমন্ত্রী আরও জানান, রমজানে নিত্যপণ্যের দাম কমাতে গত ৮ ফেব্রুয়ারি ভোজ্যতেলের স্থানীয় উৎপাদনে ও আমদানি পর্যায়ের ভ্যাট ৫ শতাংশ কমায় এনবিআর। ভ্যাট ছাড়ের এ মেয়াদ শেষ হওয়ায় তেলের দাম আগের অবস্থায় নেওয়ার প্রস্তাব করেছেন মিল মালিকরা।

এর জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘তেলে ৫ শতাংশ ডিউটি (ভ্যাট) কমিয়েছিলাম, এতে ভোক্তা পর্যায়ে ১০ টাকা কমেছিল তেলের দাম। সেই ভ্যাট ছাড়ের এ মেয়াদ নির্ধারণ করা হয় ১৫ এপ্রিল পর্যন্ত। আমাদের ট্যারিফ কমিশন এটা নিয়ে কাজ করছে। দেখা হচ্ছে মিলাররা কী দামে তেলের কাঁচামাল আনছেন, তার দাম কেমন পড়ছে ইত্যাদি বিষয়ে। তবে তেলের দাম পূর্বের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই এটা বলতে পারি।’

বিজ্ঞাপন

এর আগে, তেলের দাম বাড়াতে গতকাল সোমবার বাণিজ্য সচিবকে চিঠি দেন মিল মালিকরা। সেখানে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয়েছে ১৭৩ টাকা, ৫ লিটার ৮৪৫ টাকা এবং খোলা ১ লিটার পাম তেলের দাম ১৩২ টাকা প্রস্তাব করা হয়।

এ বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘চিঠির বিষয়ে আমি কিছুই জানি না। চিঠিও আমি এখনো পাইনি, যদি পাঠিয়ে থাকেন অফিসে যেয়ে দেখতে হবে।’

স্পেশাল করেসপন্ডেন্ট

টপ নিউজ দাম বাড়ানো বাণিজ্য প্রতিমন্ত্রী ভোজ্যতেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর