Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খতনার সময় শিশুর যৌনাঙ্গ কেটে ফেললেন হাজাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ১৩:৩৯

ময়মনসিংহ: জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় খতনা করাতে গিয়ে জাহিদ হাসান নির্জন (১১) নামে এক শিশুর যৌনাঙ্গ কেটে ফেলেছেন এক হাজাম (খতনাকারী)। আহত শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাজিবপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সোবাহান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার রাজিবপুরের উজানচর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

আব্দুস সোবাহান জানান, গত রোববার দুপুরে ঈশ্বরগঞ্জের রাজিবপুরের উজানচর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত আইয়ুব আলীর ছেলে জাহিদ হাসান নির্জনের খতনা করার জন্য উপজেলার উচাখিলার নতুন চর-আলগী গ্রামের হাজাম আকবর আলীকে খবর দেয়। কিন্তু খতনা করাতে গিয়ে শিশুর যৌনাঙ্গ কেটে ফেলেন আকবর। এ সময় কাটা স্থানের রক্ত বন্ধ করতে না পেরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

নির্জনকে ঢাকায় লিঙ্গ প্রতিস্থাপনের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে স্থানীয় সূত্র জানা গেছে। এ ঘটনায় দায়ী আকবরের বিচার দাবি করেছেন নির্জনের স্বজনরা। পরিবারের সদস্যরা জানান, শিশুটির চিকিৎসা করানোর পরই পরিস্থিতি বুঝে হাজাম আকবরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হাজাম আকবর আলী বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি ভুলে গোপনাঙ্গ কেটে ফেলেছি।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

খতনা ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর