Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বেচ্ছায় আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪ ১০:৫০

স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিলেন ম্যাক্সওয়েল

দারুণ ফর্ম নিয়েই এবারের আইপিএলে খেলতে এসেছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের আইপিএলের শুরুটা হয়েহে দুঃস্বপ্নের মতো। নিজের বাজে ফর্মের কারণে টুর্নামেন্টের মাঝপথে কঠিন এক সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল। বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন, স্বেচ্ছায় টুর্নামেন্ট থেকে বিরতি নিচ্ছেন তিনি। তবে দলের প্রয়োজনে যেকোনো সময়ই একাদশে ফেরার কথাও জানিয়েছেন ম্যাক্সওয়েল।

বিজ্ঞাপন

বেঙ্গালুরুর হয়ে গত রাতের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে একাদশে ছিলেন না ম্যাক্সওয়েল। ঠিক কোন কারণে দলে দেখা যায়নি তাকে সেটা নিয়েই ছিল গুঞ্জন। এবারের আইপিএলে ৬ ম্যাচে মাত্র ৩২ রান করেছেন ম্যাক্সওয়েল। এর মাঝে গড়েছেন ১৭ বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ডও। তার মতো বেঙ্গালুরুও আছে বিপদের মুখে। মাত্র এক জয়ে পয়েন্ট তালিকার সবার নিচে আছে কোহলির দল।

ম্যাক্সওয়েল তাই নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন বেঙ্গালুরুর একাদশ থেকে, ‘আমার জন্য সিদ্ধান্তটা সহজ ছিল। আমি অধিনায়ক ও কোচের কাছে গিয়ে নিজেই জানিয়েছে যে আমার বদলে অন্য কাউকে মাঠে নামানো উচিত। শারীরিক ও মানসিকভাবে আমার কিছুটা বিশ্রাম দরকার। টুর্নামেন্ট চলার সময় যদি দলের আমাকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি মাঠে নামব। এর মাঝে আমি নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টায় থাকব।’

বাজে সময় কাটিয়ে আগের রূপে ফেরার ব্যাপারে আশাবাদী ম্যাক্সওয়েল, ‘টি-২০ তে এরকম হয়। কোন ম্যাচেই আমি ভালো শুরু করতে পারিনি। এটা স্বীকার করতে হবে। কিছু ম্যাচে বাজে সিদ্ধান্তের কারণে আউট হয়েছি, কিছু ম্যাচে ভাগ্য সহায় হয়নি। এসব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

সারাবাংলা/এফএম

আইপিএল গ্লেন ম্যাক্সওয়েল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর