Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ০৯:৫০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১১:৫০

ফরিদপুর: ফরিদপুরের সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ১২ জন নিহত হন।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার শিকার পরিবারটি পিকআপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এনএস

ফরিদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর