‘বার্সাকে হারিয়ে সেমিতে যাবে পিএসজি’
১৬ এপ্রিল ২০২৪ ০৯:৩৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৩:৩১
ঘরের মাঠে জমজমাট এক লড়াই শেষে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরেছিলেন তারা। সেমিতে যেতে হলে বার্সার মাঠে দারুণভাবে ফিরে এসেই জিততে হবে পিএসজিকে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের আগে পিএসজি কোচ লুইস এনরিকে বলছেন, কাতালানদের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
২০১৭ সালে প্রথম লেগে পিএসজির কাছে ৪-০ গোলে হেরেছিল বার্সা। তবে ক্যাম্প ন্যুতে নাটকীয় ম্যাচে ৬-১ গোলে জিতেছিল মেসির দল। সেই দলের কোচ ছিলেন এনরিকে। এবারও সেরকম কিছুর আশা নিয়েই বার্সার মাঠে খেলতে নামবে পিএসজি, জানালেন এনরিকে, ‘ চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগ হারের পর কখনোই পিএসজি ঘুরে দাঁড়াতে পারেনি। তবে নতুন ইতিহাস লেখার এটাই সময়। এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হেরে সবাই কঠিন সময় পার করেছে। মানসিকভাবে ঘুরে দাঁড়ানোটা কঠিন। তবে ফুটবলে প্রতিটা ম্যাচই নতুন দিন।’
প্রথম লেগে পিএসজির জেতা উচিত ছিল বলেই মানছেন এনরিকে, ‘প্রথম ম্যাচে আমাদের জেতা উচিত ছিল। কমপক্ষে ড্র করলেও হতো। এবার আমাদের আরও ভালো খেলতে হবে। হাই প্রেসিং ফুটবল ও লং পাসে খেলতে হবে।’
পিএসজির মাঠে দুই দল ৫ টি গোল করেছিল। বার্সার মাঠেও অনেক গোল হবে বলেই বিশ্বাস এনরিকের, ‘আমার মনে হয় প্রথম লেগের মতো এবারও অনেক গোলের দেখা মিলবে। ৩-২ এ পিছিয়ে আছি আমরা। গোল করা ছাড়া কোনও উপায়ই নেই!’
আজ রাত ১টায় দ্বিতীয় লেগে মাঠে নামবে বার্সা-পিএসজি। প্রথম লেগে ৩-২ গোলে এগিয়ে আছে বার্সা। আজ তাই ড্র হলেই সেমিতে উঠবে কাতালানরা।
সারাবাংলা/এফএম