গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের
১৫ এপ্রিল ২০২৪ ২৩:২৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ২৩:২৯
গাজীপুর: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের শেওড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশুলিয়া থানাধীন গোয়াইলবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে শফিউদ্দিন (১৮) ও একই গ্রামের নুরুল আমিনের ছেলে রায়হান (২০)। তাৎক্ষণিকভাবে আহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, গাজীপুরের কালিয়াকৈরের আটাবহ ইউনিয়নের শেওড়াতলী এলাকায় শফি উদ্দিন, রায়হান ও আরেক বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে তিন বন্ধু গুরুতর আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউদ্দিন ও রায়হানকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) জোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/একে