Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটি শেষ, কর্মস্থলে ফেরার ভিড় নৌপথেও

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৪ ১৮:৫৫

ঢাকা: প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঈদুল ফিতরের ছুটির পর সোমবার (১৫ এপ্রিল) থেকে অফিস-আদালত খুলে যাওয়ায় সড়ক, ট্রেন, নৌপথেও ফিরছে মানুষ। ফলে ফাঁকা ঢাকা ফের সরগরম ও কর্মচঞ্চল হতে শুরু করেছে বুড়িগঙ্গার তীরবর্তী সদরঘাট।

সোমবার (১৫ এপ্রিল) সকালে দক্ষিণাঞ্চল থেকে আসা প্রায় প্রতিটি লঞ্চে যাত্রীদের ভিড় ছিল। যাত্রীরা বলছেন, এবার অনেক স্বস্তিতে ঈদ কাটিয়ে ঢাকা ফিরতে পারছেন।

বিজ্ঞাপন

রাজধানীর সদরঘাট থেকে দেশের বিভিন্ন জেলাগুলোতে ছেড়ে যায় লঞ্চ। পদ্মাসেতু হওয়ায় যাত্রীদের জন্য দ্রুত গন্তব্যে পোঁছাতে নৌপথের বিকল্প উপায় তৈরি হয়েছে। কিন্তু যারা দীর্ঘদিন ধরে নিরাপদে স্বস্তির যাত্রা চান তারা এখনো লঞ্চকেই বেছে নেন।

বরিশাল রুটের লঞ্চ সুরভী-৬ এর যাত্রী কমল সৌরভের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘ছোট থেকে লঞ্চে যাতায়াত। যখন দ্রুত যাওয়ার বিষয় থাকে তখন পদ্মাসেতু পার হয়ে বাসে যাই। কিন্তু ঈদে এতদিন বাড়ি কাটিয়ে এসেছি। লঞ্চে একটু আরাম করে ফিরলাম।’

আরেক যাত্রী নীনা আহমেদ বলেন, ‘ব্যাংকে চাকরি করি। আর থাকার সুযোগ নেই। বাচ্চাদের নিয়ে লঞ্চে আসলাম। কারণ সড়ক পথে অনেক সময় বাস চালকরা বেপোরোয়া গাড়ি চালায়, এটি ভয় লাগে। সে জন্য লঞ্চে আসছি।’

দক্ষিণবঙ্গের মানুষজনের চিরচেনা নৌপথ সদরঘাট লঞ্চ টার্মিনাল। লঞ্চের হর্ন ও যাত্রীদের পদচারণায় সদরঘাট এক সময় জাঁকজমক থাকলেও। পদ্মাসেতু হওয়ায় সেই চিত্র কিছুটা ম্লান হয়েছে। তবুও নিরাপদে ভ্রমণের জন্য এখনো অনেকে যানবাহন হিসেবে লঞ্চকেই বেছে নেন।

সোমবার (১৫ এপ্রিল) সকালে যতগুলো লঞ্চ সদরঘাটে পৌঁছেছে। প্রতিটি লঞ্চেই যাত্রী ভর্তি ছিল। লঞ্চ কর্তৃপক্ষ বলছে, পরের সপ্তাহে মানুষের ভিড় আরও দেখা যাবে। শিক্ষা প্রতিষ্ঠান না খোলায় অনেক চাকরিজীবী পরিবার নিয়ে ফেরেননি।

বিজ্ঞাপন

সোমবার (১৫) এপিল দেখা গেছে, ভোলা, বরিশাল, কালীগঞ্জ, চাঁদপুর থেকে রাজধানী মুখী যাত্রী নিয়ে লঞ্চ ঢাকায় ফিরতে শুরু করেছে। টার্মিনালে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পহেলা বৈশাখে রাজধানী ঢাকার বাইরে সদরঘাট থেকে যাত্রীসহ লঞ্চ খুব কমই গেছে। তবে এদিন বাইরে থেকে ফিরতি যাত্রী ঢাকায় আসা শুরু করেছে। সকালে ঘরমুখো মানুষ ঢাকায় খুব বেশি না ফিরলেও দুপুর থেকে লঞ্চ ভর্তি যাত্রী ফিরতে শুরু করেছে।

দুপুরে সরজমিন ঘুরে দেখা গেছে, ভোলা থেকে ছেড়ে আসা ঈগল-৪ লঞ্চটি ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে শুরু করে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার ছুটি শেষ, সোমবার, অফিস-আদালত মার্কেট সবকিছু খুলেছে তাই চলে আসা।

যাত্রীরা বলছেন, ঝড় নিয়ে আতঙ্ক থাকলেও, শেষ পর্যন্ত সে ভয় আর বাস্তবে রূপ নেয়নি। ভালোভাবে পৌঁছে গেছি। একই ঘাটে পাশেই চাঁদপুর থেকে এমবি কর্ণফুলী লঞ্চটি তার সাত আট মিনিট আগে ঘাটে ভীড়ে। সেই লঞ্চ থেকেও থেকেও যাত্রী নেমে আসছে ঘাটে। এদিকে চাঁদপুরগামী গ্রীন লাইন লঞ্চটি যাত্রী নিয়ে ছেড়ে গেছে। আর এমভি জামান ৯ লঞ্চে তোলার জন্য যাত্রীদের ডাকছে।

একদিকে যেমন বাড়ি থেকে ঢাকায় ফেরার ঢল দেখা যাচ্ছে, তেমনি এখনো ঢাকা থেকে মানুষ বাড়িতে ফিরতেও দেখা গেছে।

গ্রীন লাইনের স্টাফ মজিবুর রহমান জানান, আজ যাত্রী ঢাকা ছাড়ার অবস্থা আগের মতো স্বাভাবিক। ঈদের কয়েকদিন আগে এবং ঈদের পরের দিন যাচ্ছি ঢাকা ছাড়া যে চাপ ছিল সেটি এখন আর নেই। আজ ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষজন। এখন যাত্রী না পেলেও আমরা আমরা সদরঘাট ছাড়ব যাত্রী নিয়ে ঢাকায় ফিরব।

লঞ্চে যাত্রীদের ফেরার ভিড়ের পাশাপাশি সদরঘাটে হকারদের হাক ডাক দেখা গেছে। সেই সঙ্গে টার্মিনালের বাইরে ছিল সিএনজি অটোরিকশার জটলা।

নৌ যান সংশ্লিষ্টরা বলছেন, সোমবার ঘাটে সকাল থেকেই ঘাটে লঞ্চ আসতে শুরু করেছে, কিছু লঞ্চ ছেড়েও গেছে। পুলিশ বাহিনী সার্বক্ষণিক সতর্ক আছে।

এর আগে ঈদের দিন দুইটি লঞ্চের ধাক্কাধাক্কিতে রশি ছিঁড়ে গিয়ে ৫ জন নিহত হয়। ওই ঘটনার পর থেকে অনেকটা সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে জানা গেছে।

ছবি তুলেছেন: সুমিত আহমেদ

সারাবাংলা/জেআর/একে

টপ নিউজ লঞ্চ সদরঘাট হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর