চট্টগ্রামে বস্তিতে আগুন
১৫ এপ্রিল ২০২৪ ১৫:১১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ১৭:১৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি বস্তিতে আগুন লেগেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালী থানার মেরিনার্স রোড সংলগ্ন এয়াকুব নগর টেকপাড়া এলাকায় বস্তিতে আগুন লাগে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমিন শর্ম্মা সারাবাংলাকে বলেন, দুপুর ১টা ২০ মিনিটে আমরা আগুনের খবর পাই। সঙ্গে সঙ্গে চারটি স্টেশন নয়টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।
এক ঘণ্টার মধ্যেই আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনও আগুন পুরোপুরি নেভেনি।’
বস্তিবাসীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, নারিকেল গাছের সঙ্গে বৈদ্যুতিক খুঁটির তার লাগানো ছিল। সেখান থেকে আগুনের ফুলকি এসে বস্তিতে লাগে। এর থেকেই আগুনের সূত্রপাত বলে আমাদের ধারণা। তবে আগুনে বস্তির বসতঘর পুড়লেও বাসিন্দারা নিরাপদ আছেন।
সারাবাংলা/আইসি/ইআ