Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৪ ১৩:০১

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুলা মিয়া (৫০) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার পুলিশ।

রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সিন্টাজুরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলা মিয়া একই উপজেলার তরফ কামাল গ্রামের নবানু মিয়ার ছেলে।

স্থানীয়দের ধারণা, দুবৃর্ত্তরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করেছে। পরে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ ও জমির মধ্যে থেকে তার ব্যাটারি চালিত অটোরিকশাটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, এই হত্যাকাণ্ডটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তার কাছে থাকা টাকা মোবাইল কোনো কিছুই খোয়া যায়নি। এমনকি তার অটোরিকশাটিও রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি পক্রিয়াধীন।

সারাবাংলা/ইআ

অটোরিকশা চালক গাইবান্ধা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর