খুলেছে সচিবালয়, এখনো ঈদের আমেজ
১৫ এপ্রিল ২০২৪ ১২:০৬ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ১৫:৩৭
ঢাকা: ঈদ আর বাংলা নববর্ষ মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সোমবার (১৫ এপ্রিল) সকাল নয়টা থেকে অফিস শুরু হলেও উপস্থিতি এখনো কম। তবে পরিদর্শকদের ভিড় একদম নেই বললেই চলে।
ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে বিরাজ করছে ঈদের আমেজ। অধিকাংশ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবেরা কাজে যোগ দিয়েছেন। তবে দিনের শুরুটা কেটেছে ঈদের শুভেচ্ছা বিনিময় আর গল্প আড্ডায়।
সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে এমন দৃশ্যই দেখা গেছে।
সচিবালয় চত্বর, করিডোর এবং প্রত্যেকের রুমে রুমে চলছে শুভেচ্ছা বিনিময় আর কোলাকুলি। ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তাদের উপস্থিতি ছিল কম।
এবার ঈদের তিনদিন ছুটির সঙ্গে শবই কদর, পহেলা বৈশাখ আর দুই দিনের ঐচ্ছিক ছুটি যারা নিয়েছেন তারা এবার ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন টানা ৯ দিন। নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকেই অতিরিক্ত ছুটি নেওয়ায় সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম ছিলো। গাড়ি পার্কিং করার জায়গাও ফাঁকা পড়ে আছে।
ঈদের ছুটির পর যারা অফিসে এসেছেন। সেই কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।
ঈদের প্রথম দিনে অফিসে এসেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রীসহ অনেকেই।
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘এবার দীর্ঘ ছুটি পেয়েছি। সবাই কাজে যোগ দিয়েছেন। ছুটি কাটিয়ে একটু উচ্ছ্বিসিত সবাই।’
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, ‘ঈদের ছুটি শেষ করে অফিস করছি। বিশেষ কোনো কাজ না থাকায় ঐচ্ছিক ছুটির প্রয়োজন হয়নি। ঈদের পর অফিস করে বেশ ভালো লাগছে। কর্মকর্তাদের উপস্তিতি কম হলেও যারাই এসেছেন সবার মাঝে ঈদের আমেজ রয়েছে।’
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর শফিকুল ইসলাম বলেন, ‘ঈদের পর একটা বড় ছুটি প্রয়োজন হবে বলে অতিরিক্ত ছুটি নিইনি। ঈদের পর সচিবালয়ের প্রথম কর্মদিবসেই সকাল সকাল প্রবেশ করেছি। সবকিছু নীরব কিন্তু ভালো লাগছে।’
দর্শনার্থীর সংখ্যা কম বলে সচিবালয়ে নিরাপত্তা পরিস্থিতিও ছিলো ঢিলেঢালা।
সারাবাংলা/জেআর/এমও