Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনই শিরোপার আশা ছাড়ছে না আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৪ ১০:১৬

ভিলার কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল

মৌসুমজুড়ে দারুণ ফর্মে থাকা আর্সেনাল শিরোপা দৌড়ে টিকে ছিল ভালোভাবেই। তবে লিগের একদম শেষ প্রান্তে এসে অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে গানার্সদের শিরোপা স্বপ্ন। এই হারে ৬ ম্যাচ বাকি থাকতে সিটির চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে পড়েছে আর্সেনাল। তবে এখনই শিরোপার আশা ছাড়তে নারাজ আর্সেনাল কোচ মিকেল আর্টেটা। ভিলার কাছে হারের পর আর্সেনাল কোচ বলছেন, ঘুরে দাঁড়িয়ে শিরোপা ছিনিয়ে নেওয়ার এটাই সঠিক সময়।

বিজ্ঞাপন

গত রাতের আগ পর্যন্ত ২০২৪ সালে লিগের একটি ম্যাচেও হারেনি আর্সেনাল। ভিলার কাছে বছরের প্রথম হারের স্বাদ পেয়ে শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে গানার্সরা। শেষ মুহূর্তে ২ গোল হজম করেছে আর্সেনাল। লিগের বাকি আর মাত্র ৬ ম্যাচ। এমন অবস্থায় কি আর সিটিকে ধরতে পারবে তারা?

আর্টেটা অবশ্য এখনও শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী, ‘এমন অবস্থায় আপনাকে প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে ঘুরে দাঁড়াতে হবে। এখনই থেমে গেলে চলবে না, হতাশ হলেও চলবে না। চার মাসে আমরা একটি ম্যাচও হারিনি। এখনই তাই ঘুরে দাঁড়ানোর সঠিক সময়। আমাদের আর কোন রাস্তা খোলা নেই। চ্যাম্পিয়ন হতে গেলে, চ্যাম্পিয়নস লিগে খেলতে চাইলে শেষ ৬ ম্যাচের সবগুলো জিততে হবে। এরকম মুহূর্তে জয়ের বিকল্প নেই।’

১৮ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আর্সেনাল। প্রথম লেগে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছিল তারা। এই ম্যাচের আগে নিজেদের ভুলগুলো শুধরে নিতে চান আর্টেটা, ‘আমরা ভিলার বিপক্ষে দ্বিতীয় হাফে ভালো খেলিনি, এটা স্বীকার করতেই হবে। প্রথমার্ধে আমাদের অনেকগুলো গোল পাওয়া উচিত ছিল। দ্বিতীয় ভাগে খেলার মোড় ঘুরে গেছে। খুব বাজে দুটি গোল খেয়ে হারতে হয়েছে। আমাদের এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে জয়ের জন্য নামতে হবে।’

 

সারাবাংলা/এফএম

আর্সেনাল প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর