Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৪ ২৩:১৫

বগুড়া: জেলার শিবগঞ্জে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহানারা (৫০) নামের এক সিএনজিযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সিএনজির আরও চার যাত্রী।

রোববার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের রহবল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহানারা বেগম (৫০) গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম কচুয়া অনন্তপুরের আলিম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আমিনুল জানান, বগুড়া-রংপুর মহাসড়কের রহবল দ্বো-সীমানা নামক এলাকায় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ চেক পোস্ট বসিয়েছিল। ওই চেকপোস্টে গোবিন্দগঞ্জ থেকে আসা একটি সিএনজিকে থামানোর জন্য সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু সিএনজি না থামিয়ে দ্রুত মোড় ঘুড়িয়ে পেছনে যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিযাত্রী জাহানারা বেগম মারা যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হন সিএনজির অপর চার যাত্রী। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

নিহত প্রাইভেটকার সংঘর্ষ সিএনজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর