Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বোমা বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৪ ১৭:৪৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ০১:৪৮

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ’খানেক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে ও শনিবার (১৩ এপ্রিল) রাতে হাতবোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

জানা গেছে, গত বছর নয়ালাভাঙ্গা ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আলম আলী ঝাপড়াকে কুপিয়ে হত্যার পর আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের সঙ্গে বিএনপি নেতা আশরাফুল ইসলামের বিরোধ চরম আকার ধারণ করে। এরই জের ধরে শনিবার (১৩ এপ্রিল) রাতে লাভাঙ্গা, বাবুপুর, রাণিহাটি বাজার, সরকারের মোড়সহ বিভিন্ন স্থানে বোমার বিস্ফোরণ ঘটে।

পরে রোববার (১৪ এপ্রিল) দুপুরে সালামের লোকজন নয়ালাভাঙ্গা গ্রামের ফতেপুর এলাকায় প্রায় ৮ থেকে ১০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর আশরাফের লোকজনও ওই এলাকায় ১০টি বোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকমোল চন্দ্র দেবনাথ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যারা অশান্ত পরিবেশ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনইউ

চুয়াডাঙ্গা টপ নিউজ বিস্ফোরণ বোমা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর