Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মডেল আসিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ


২৭ মে ২০১৮ ১৬:১৭ | আপডেট: ২৭ মে ২০১৮ ১৮:০৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: স্ত্রী শামীমা আক্তার অর্ণির দায়ের করা নারী নির্যাতনের মামলায় মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (২৭ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক শহীদুল ইসলাম আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। একইসঙ্গে আগামী ৩ জুন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত।

এর আগে গত ২২ এপ্রিল আসিফকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ। পরদিন ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ২৫ এপ্রিল স্ত্রী শামীমার সঙ্গে আপসের শর্তে আসিফকে অন্তর্বর্তীকালীন জামিন দেন ট্রাইব্যুনাল ।

২০১৮ সালের ৬ মার্চ নির্যাতনের অভিযোগে আসিফের বিরুদ্ধে মামলা দায়ের করেন শামীমা। ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম বিচার বিভাগীয় তদন্ত শেষে গত ২৭ মার্চ ট্রাইব্যুনালে কাজী আসিফের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। গত ২ এপ্রিল ট্রাইব্যুনাল ওই প্রতিবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপরে তাকে গ্রেপ্তার করা হয়।

২০১৫ সালের ৭ আগস্ট কানাডা প্রবাসী শামীমা আক্তারের সঙ্গে বিয়ে হয় মডেল, অভিনেতা আসিফের।

সারাবাংলা/এআই/আইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর