Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফকে নববর্ষের শুভেচ্ছা জানাল বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৪ ১৫:১৫

দিনাজপুর: জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় শুভেচ্ছা বিনিময় করেন তারা।

বিএসএফ ভারতের হিলি ক্যাম্পের বানারশি দাসের হাতে ৪ প্যাকেট মিষ্টি উপহার দেন বিজিবি হিলি (বাংলাদেশ) চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দোলোয়ার হোসেন। এ সময় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন বলেন, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সদস্যরা যাতে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে পারে সে লক্ষে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে উভয়ে মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও পহেলা বৈশাখ উপলক্ষে তাদের চার প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএস

দিনাজপুর হাকিমপুর উপজেলা হিলি সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর