Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১ দিন পর জলদস্যুদের কবল থেকে মুক্ত এমভি আবদুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৪ ০৭:৪২ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৪:০২

চট্টগ্রাম ব্যুরো: সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ৩১ দিন পর জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মুক্ত হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) ভোরে জাহাজটির মালিকপক্ষ চট্টগ্রামের কবির স্টিল রি-রোলিং মিলস (কেএসআরএম) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌ পরিবহণ মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

সূত্র জানায়, শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে বিমান থেকে তিনটি ব্যাগ জাহাজটিতে ফেলা হয়। মুক্তিপণ পাওয়ার পরই জলদস্যুরা জাহাজ থেকে নেমে যায়। রাতে জাহাজটি সোমালিয়া উপকূল ত্যাগ করে দুবাই বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। সেখান থেকেই নাবিকদের দেশে ফেরার কথা রয়েছে। তবে মুক্তিপণের পরিমাণ প্রকাশ করছে না জাহাজের মালিকপক্ষ।

এমভি আবদুল্লাহ জাহাজটি গত ১২ মার্চ দুপুর ১২টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। ওই জাহাজের ২৩ নাবিককে জিম্মি করা হয়।

নাবিকেরা হলেন— জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার আতিকুল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিশিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ এবং ক্রু মো. আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসেন, জয় মাহমুদ, মো. নাজমুল হক, আইনুল হক, মোহাম্মদ শামসুদ্দিন, মো. আলী হোসেন, মোশাররফ হোসেন শাকিল, মো. শরিফুল ইসলাম, মো. নুরুদ্দিন ও মো. সালেহ আহমদ।

বিজ্ঞাপন

এর আগে, ২০১০ সালের ৫ ডিসেম্বর আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল একই প্রতিষ্ঠানের আরেকটি জাহাজ ‘এমভি জাহান মণি’। ওই জাহাজের ২৫ বাংলাদেশি নাবিকের পাশাপাশি এক ক্যাপ্টেনের স্ত্রীসহ ২৬ জনকে ১০০ দিন জিম্মি করে রাখা হয়েছিল। সরকারি উদ্যোগসহ নানা প্রক্রিয়ায় ২০১১ সালের ১৪ মার্চ জিম্মিদের মুক্তি দেওয়া হয়। ১৫ মার্চ তারা বাংলাদেশে ফিরে আসেন।

সারাবাংলা/আরডি/টিআর

এমভি আব্দুল্লাহ কেএসআরএম জিম্মি জাহাজ জিম্মি নাবিক টপ নিউজ সোমালিয়া জলদস্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর