লুটনকে বিধ্বস্ত করে শীর্ষে ফিরল সিটি
১৩ এপ্রিল ২০২৪ ২৩:১৬ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৪:৩১
প্রিমিয়ার লিগের শীর্ষস্থান যেন হয়ে উঠেছে মিউজিক্যাল চেয়ার। আর্সেনাল, লিভারপুলের সাথে সমানে সমান লড়ে শিরোপা দৌড়ে টিকে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও। পয়েন্ট তালিকার তলানিতে থাকা লুটন টাউনের বিপক্ষে জয় দিয়ে শীর্ষে ফেরার সুযোগ ছিল তৃতীয় স্থানে থাকা সিটির। ঘরের মাঠে সেই কাজটা দারুণভাবেই সেরেছে পেপ গার্দিওলার দল। হালান্ডের গোলে ফেরার দিনে লুটনকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শীর্ষে ফিরল সিটিজেনরা।
ইতিহাদ স্টেডিয়ামে মাত্র ৬৫ সেকেন্ডের লিড নেয় সিটি। হালান্ডের দারুণ এক ভলি লুটনের ডাইকি হাশিওকার গায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় সিটি। এরপর নিজেদের বেশ ভালোভাবেই সামলে নিয়েছে লুটন। প্রথমার্ধে আর তেমন কোনও গোলের সুযোগ তৈরি করতে পারেনি গার্দিওলার দল। ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধে অবশ্য আর সিটিকে আটকাতে পারেনি লুটন। এই হাফে সিটি ৪ বার বল জড়িয়েছে প্রতিপক্ষের জালে। ৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে মাতেও কোভাসিচের দুর্দান্ত এক শট লুটন কিপারকে পরাস্ত করলে ২-০ তে এগিয়ে যায় তারা। ৭৬ মিনিটে বক্সের ভেতর জেরেমি ডকুকে ফাউল করলে পেনাল্টি পায় সিটি। স্পট কিক থেকে গোল করেন হালান্ড।
৮১ মিনিটে স্রোতের বিপরীতে এক গোল শোধ করে লুটন। নুনেসের ভুলে বল পেয়ে রস বর্কলি বল জালে জড়ান। ছয় মিনিট পর আবার ৩ গোলের লিড নেয় সিটি। বাঁ প্রান্ত থেকে দারুণ এক গোল করে সিটিকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন ডকু। যোগ করা সময়ের ৩ মিনিটের মাথায় সিটির হয়ে পঞ্চম গোল করেন ভারদিওল। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।
এই জয়ে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল সিটি। ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে আছে লিভারপুল। আগামী ১৪ এপ্রিল, রবিবার নিজেদের ম্যাচে মাঠে নামবে দুই দলই।
সারাবাংলা/এফএম