Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৪ ২২:১১ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১১:২৩

ঠাকুরগাঁও: সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলপুর গ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ কিশোর ও এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু‘জন।

শ‌নিবার (১৩ এপ্রিল) বিকালে সদ‌র উপজেলার বড় খোঁচাবাড়ি-বেগুনবাড়ি সড়কের দৌলতপুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম ফি‌রোজ ওয়া‌হিদ।

নিহতরা হলেন জগন্নাথপুর ইউনিয়‌নের দৌলতপুর গ্রামের নুর ইসলামের ছে‌লে নয়ন ইসলাম (১৪) ও বেগুনবাড়ি ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামের রিয়াজুল ইসলা‌মের ছে‌লে মোস্তা‌ফিজুর রহমান (২৬) এবং বাঁশ‌ঘেরা গ্রামের হা‌মিদুর রহমা‌নের ছেলে শাহ আলম (১৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়ন ইসলাম বা‌ড়ি থে‌কে মোটরসাইকেলে করে খোঁচাবা‌ড়ি বাজা‌রে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মোস্তা‌ফিজুর রহমানের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নয়ন।

স্থানীয়রা আহত অবস্থায় মোস্তা‌ফিজুর ও তার সঙ্গী‌দের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তা‌ফিজুরকে মৃত ঘোষণা করেন। এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম ফি‌রোজ ওয়া‌হিদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ ঠাকুরগাঁও মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর