Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈশবের মাঠে ফের নামলেন মাশরাফি, জেতালেন দলকেও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৪ ২০:৩৩ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ২০:৪৫

নড়াইল: ঈদের ৩য় দিনে নড়াইলে এসে স্কুল বন্ধুদের (১৯৯৯ ব্যাচ) হয়ে টেপ টেনিস খেললেন মাশরাফি। নিজের দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দেশসেরা ক্যাপ্টেন। এই দলেরও ক্যাপ্টেনও ছিলেন তিনি। মাঠে তখন উৎসাহ আর আনন্দের শেষ নাই। নিজের বাড়ির সঙ্গের চিরচেনা এই মাঠেই মাশরাফির শৈশবে ক্রিকেটের হাতেখড়ি হয়েছিল।

গত ১২ এপ্রিল থেকে নড়াইলে শুরু হয় ৩২ দলের স্কুল ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ থেকে ২০২১ পর্যন্ত ৩২ দলের টুর্নামেন্টে প্রতিটি দলে কোচ ম্যানেজারসহ ২০ জন সদস্য রয়েছেন।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় ৩২টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। নক আউট পদ্ধতির ৮ ওভারের খেলায় ছিল চার-ছক্কার ছড়াছড়ি। কাঠ ফাটা রোদে অনুষ্ঠিত ম্যাচের পুরোটা সময় জুড়ে ছিল চরম উত্তেজনা।

শনিবার (১৩ এপ্রিল) সকালে নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মোর্তুজা টুর্নামেন্ট খেলতে মাঠে এলে আয়োজন অন্যরকম রূপ নেয়। শৈশবের মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে পেরে আনন্দিত মাশরাফিও।

হুইপ মাশরাফি বলেন, ‘এই টুর্নামেন্টের উদ্দেশ্য ৩টা। এক ঈদের পরে পুনর্মিলনী, এর সাথে ক্রিকেটকে উজ্জীবিত করা। সর্বোপরি এতগুলো ব্যচের ছেলে নিজেদের স্কুলের মাঠে খেলছে, এটা অনেক আনন্দের। আমি এবং আমার স্কুলের বন্ধুরাও খুব আনন্দ পেয়েছি এখানে খেলে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ নড়াইল মাশরাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর