Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধার লাশ মিলল পাহাড়ে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৪ ১৯:৫৯

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাহাড়ের খাদ থেকে এক বৃদ্ধার গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসা থেকে বেরিয়ে তিন দিন নিখোঁজ ছিলেন তিনি। পাহাড়ে ওঠার সময় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে ধারণা আইন-শৃঙ্খলা বাহিনীর।

শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর খুলশী থানার লালখান বাজার টাংকির পাহাড় থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, মৃত আলেয়া বেগমের (৬০) বাড়ি নোয়াখালী জেলার সদর ইউনিয়নে। তার দুই ছেলে। একজন পুলিশ বিভাগে কর্মরত আছেন। আরেকজন ব্যবসায়ী। তিনি নগরীর লালখান বাজারের হাই লেভেল রোডে ব্যবসায়ী ছেলের বাসায় থাকতেন।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘আলেয়া বেগমের ছেলে আমাদের জানিয়েছেন, উনার মা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। কয়েকমাস ধরে তিনি মানসিকভাবেও কিছুটা বিপর্যস্ত। মাঝে মাঝে বাসা থেকে বের হয়ে যেতেন। ঈদের আগেরদিন অর্থাৎ ১০ এপ্রিল সকাল ৮টার দিকে কাউকে কিছু না বলে তিনি বাসা থেকে বেরিয়ে যান। উনারা পারিবারিকভাবে গত চারদিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন।’

তিনি বলেন, ‘আজ (শনিবার) বিকেলের দিকে স্থানীয় লোকজন রাস্তায় চলাচলের সময় দুর্গন্ধ টের পান। তখন দেখা যায়, টাংকির পাহাড়ের খাদে একটি লাশ পড়ে আছে। পরে থানায় খবর দেওয়া হলে আমরা ঘটনাস্থলে যাই। খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেছেন। টাংকির পাহাড়ের ওপর উনার একজোড়া জুতাও পাওয়া গেছে। আমাদের ধারণা, পাহাড়ের ওপরে উঠে ‍জুতা খুলে রেখে তিনি পাহাড় বেয়ে নিচে নামার চেষ্টা করেছিলেন। অসতর্কতাবশত নিচে পড়ে গিয়ে মারা গেছেন।’

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, ‘সম্ভবত যেদিন তিনি বাসা থেকে বের হয়েছেন সেদিনই এ দুর্ঘটনা ঘটে। লাশ একেবারে পচে গেছে। আমরা প্রথমে মার্ডার ভেবেছিলাম। কিন্তু এখন আমরা মোটামুটি নিশ্চিত যে, এটি হত্যাকাণ্ড নয়। এরপরও আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাচ্ছি।’

সারাবাংলা/আরডি/পিটিএম

পাহাড় বৃদ্ধার লাশ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর