Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষবরণ উপলক্ষে বরিশালে ব্যস্ততা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৪ ১৯:০২

বরিশাল: বাংলা বর্ষবরণ উপলক্ষে বরিশালের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রস্তুতি এখন শেষ মুহূর্তে। বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন মঙ্গল শোভাযাত্রা ‘চারুকলা বরিশালে’র আয়োজনে এবার সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে থেকে শুরু হবে।

শোভাযাত্রায় বরাবরের মতো এবারও রঙ-বেরঙের মুখোশ, মুকুট, টোপর, পাখা, কাগজের তৈরি হাতি, ঘোড়া, পাখি, মযুরপঙ্ক্ষী নৌকা পালকিসহ লোকশিল্পের নানা উপকরণ থাকছে।

বিজ্ঞাপন

‘চারুকলা’র সভাপতি দীপংকর চক্রবর্তী জানিয়েছেন, ইতোমধ্যে শোভাযাত্রার সব প্রস্তুতি শেষ হয়েছে। শোভাযাত্রা নগরী ঘুরে অশ্বিনী কুমার হলের সামনে শেষ হবে।

মঙ্গল শোভাযাত্রার সমন্বয়ক দুর্জয় সিংহ জানান, জাতীয় সংগীত ও রাখি উৎসবের মাধ্যমে শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে। মঙ্গল শোভাযাত্রা ছাড়াও চারুকলার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সিটি কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

উদীচী বরিশাল শাখার আয়োজনে ১৪ এপ্রিল সকাল ৭টা থেকে প্রভাতি অনুষ্ঠান ছাড়াও তিনদিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে জানিয়েছেন, উদীচী শিল্পী গোষ্ঠী বরিশালের সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস।

শব্দাবলী গ্রুপ থিয়েটার শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। খেয়ালী গ্রুপ থিয়েটার নিজ কার্যালয়ে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সাংস্কৃতিক আড্ডার আয়োজন করেছে। খেলাঘর বর্ষবরণ উপলক্ষে অশ্বিনী কুমার হলের সামনে প্রভাতী অনুষ্ঠান ও বরিশাল থিয়েটার অশ্বিনী কুমার হলের সামনে বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিজ্ঞাপন

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মৃৎশিল্পী সুজন পাল জানান, এবারে ঈদের পরে বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় মৃৎশিল্পের দারুণ চাহিদা। মেলা উপলক্ষে বরিশাল ছাড়াও সিলেট চট্টগ্রামসহ সারা দেশে মৃৎশিল্প পাঠানো হয়েছে।

বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামের শীতলপাটি শিল্পী সিদ্ধেশ্বর দত্ত জানান, এবার গরমের কারণে শীতল পাটির কদর বেড়েছে। মেলা উপলক্ষে এই চাহিদা এখন তুঙ্গে। পাঁচ ফুট বাই সাত ফুট একেকটি পাটি সর্বনিম্ন ১২০০ টাকা থেকে সর্বোচ্চ ৪০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

এছাড়া বরিশাল জেলার আগৈলঝাড়া, গৌরনদী ও উজিরপুর জেলারসহ বিভিন্ন উপজেলায় বর্ষবরণ উপলক্ষে ঐতিহ্যবাহী মেলা হতে যাচ্ছে। মেলা উপলক্ষে মৃৎশিল্পী, বাঁশের তৈরি তৈজসপত্রের শিল্পী, তালপাখা, শীতলপাটি শিল্পীরা এখন পার করছেন ব্যস্ত সময়।

সারাবাংলা/এমও

বর্ষবরণ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর