Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিআরটিএ’র অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৪ ১৭:২৮

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের শ্রীনগরের মহাসড়কে চলাচলরত যানবাহনের অতিরিক্ত গতি প্রতিরোধে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টা থেকে হাইওয়ে পুলিশের সহযোগিতায় বিআরটিএ’র সদর কার্যালয়ের আদালত-১০ এর ম্যাজিস্ট্রেট মো. মোতাছেম বিল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ন সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, অভিযানের সময় মহাসড়কে ৯৫ থেকে ১১৫ কিলোমিটার গতিতে যেসব যানবাহন চলাচল করঠিল সেগুলোকে জরিমানা করা হয়েছে। এসময়ে ১০টি যানবাহন থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মোটরযান শাখার পরিদর্শক লিটন কুমার দত্তসহ অন্যরা।

সারাবাংলা/এমও

অভিযান বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে বিআরটিএ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর