Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত রংপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৪ ১৭:০১

রংপুর: বাংলা নতুন বছরকে বরণকে কেন্দ্র করে প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, শিল্পকলা, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা ও রংপুর, সম্মিলিত লেখক সমাজ, রবীন্দ্র সম্মিলনসহ বিভিন্ন সরকারী ও সাহিত্য সংস্কৃতি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

ইতোমধ্যেই প্রস্তুত ঐতিহ্যবাহী রংপুর জিলা স্কুল মাঠের বটতলা। মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ মেলা, মিলন উৎসব-প্রায় সবকিছুর প্রস্তুতি চলছে মহাসমারোহে। প্রতিবারের মতো এবারও এ আয়োজনকে ঘিরে নানা ধরনের মাস্কট বানানো হয়েছে। সেইসঙ্গে থাকবে ফানুস উৎসব, র‌্যালি, ঘুড়ি উৎসব, চিত্রকর্ম প্রদর্শনী, বৈশাখী মেলা, খেলার আসর ইত্যাদি।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন রংপুরের উদ্যোগে সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা শেষে জিলা স্কুলের মাঠের বটতলায় অনুষ্ঠিত হবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নববর্ষ উপলক্ষ্যে কারাগার, হাসপাতাল, শিশু পরিবারের উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।

এদিকে, উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির প্রাণকেন্দ্র টাউনহল চত্বরে শুরু হয়েছে সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের কর্মকাণ্ড। ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি শেষ করেছে তারা। পহেলা বৈশাখে রবীন্দ্র সম্মিলনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৭টায় শুরু হবে অনুষ্ঠান। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৮টায়। পরে সবার অংশগ্রহণে সকাল সাড়ে ১০টায় বের হবে মঙ্গল শোভাযাত্রা। এরপর দিনব্যাপী চলবে বাংলার ঐতিহ্যকে তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সভাপতি নাট্যব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ জানান, প্রতিবছরের মতো এবারেও বাংলা বর্ষবরণে ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিন নানা উৎসবের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে বাঙালির ইতিহাস তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

বর্ষবরণ বৈশাখ রংপুর

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর