Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেম না করায় তরুণীকে ধর্ষণ, তরুণকে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৪ ১৬:০২

নোয়াখালী: জেলার হাতিয়া উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. নাহিদ হোসেন (২৩) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়া ওই তরুণী তিনি ধর্ষণ করেন বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ। এর আগে, গতকাল শুক্রবার (১২ এপ্রিল) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদ নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতা করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার মো. নাহিদ হোসেন উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের নুরু ব্যাপারী বাড়ির মো. বেলালের ছেলে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি ভুক্তভোগীকে প্রেম নিবেদনসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৭ এপ্রিল বিকেল সোয়া ৩টার দিকে ভুক্তভোগীর মা পারিবারিক প্রয়োজনে এক প্রতিবেশীর বাড়িতে যান। এ সময় নির্যাতিত কিশোরী তার নিজ বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। কাজ শেষে নিজ ঘরে এসে দেখেন মেয়ের কান্না করছে। কারণ জানতে চাইলে ভুক্তভোগী তার মাকে জানায়, বিকেল ৪টার দিকে বসত ঘরের দরজা খোলা থাকায় নাহিদ ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি নাহিদ হোসেন পলাতক ছিলেন। র‍্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এনএস

ধর্ষণ নোয়াখালী হাতিয়া উপজেলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর