‘ঈদের ছুটি’ শেষ করল মেট্রোরেল, চলবে আগের নিয়মে
১৩ এপ্রিল ২০২৪ ১২:২৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১২:৩২
ঢাকা: ঈদুল ফিতরের ছুটি শেষ করল মেট্রোরেল। দুই দিনের বিরতির পর ফের চালু হয়েছে রাজধানীবাসীর দৈনন্দিন চলাচলের নিত্যসঙ্গীতে পরিণত হওয়া এই গণপরিবহণ। তবে রমজান মাসে প্রতিদিন এক ঘণ্টা করে বাড়তি চললেও এখন আবার মেট্রোরেল আগের নিয়মে চলবে।
শনিবার (১৩ এপ্রিল) সকাল ৭টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, এখন থেকে নতুন নিয়মে নয়, আগের নিয়মেই চলবে।
এর আগে গত ১১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন বন্ধ ছিল মেট্রোরেল। পরদিন তথা গতকাল শুক্রবার (১২ এপ্রিল) ছিল মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। তাই টানা দুদিন বন্ধ ছিল গণপরিবহনটি।
ডিএমটিসিএল কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাসে রাজধানীবাসীকে স্বস্তি দিতে মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা করে বাড়ানো হয়েছিল। ঈদ পেরিয়ে সেই বাড়তি এক ঘণ্টার সুবিধা আর থাকছে না। আজ (শনিবার) থেকে আগের নিয়মে চলবে মেট্রোরেল।
গত ১৬ রমজান থেকে প্রতিদিন এক ঘণ্টা বেশি চলেছে মেট্রোরেল। প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিট পর্যন্ত চালু ছিল এই গণপরিবহণ। গত বুধবার (১০ এপ্রিল) ঈদের আগের দিন পর্যন্ত বর্ধিত সেই সময়সূচি বহাল ছিল। আজ থেকে আবার আগের সময় অনুযায়ী শেষ রেলটি মতিঝিল থেকে রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।
সারাবাংলা/জেআর/টিআর