আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১
১৩ এপ্রিল ২০২৪ ১০:০৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১২:৪৫
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি এলাকায় আধিপত্য বিস্তার ঘিরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
শনিবার (১৩ এপ্রিল) ভোরে স্থানীয় আহম্মেদ গ্রুপের অনুসারীরা মামুন গ্রুপের অনুসারীদের ঘরবাড়িতে হামলা করলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য নিয়ে এই দুই গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। দুপক্ষই ন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত।
সংঘর্ষে নিহত হয়েছেন আওয়ামী লীগ কর্মী পারভেজ খান (২০)। গুলিবিদ্ধ হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তার। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহত বাকি পাঁচজনের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন মোহাম্মদ রাব্বি (১৯)। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়েছে। সংঘর্ষে গুলিবিদ্ধ দুজনের মধ্যে ঢাকা নেওয়ার পথে পারভেজ খানের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
ওসি আরও বলেন, দুই পক্ষই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। আহম্মেদ গ্রুপ বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অনুসারী। মামুন গ্রুপ সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের অনুসারী। নিহত পারভেজ খান বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অনুসারী তথা আহম্মেদ গ্রুপের কর্মী বলে জানতে পেরেছি।
সারাবাংলা/টিআর
আধিপত্য বিস্তার গুলিবিদ্ধ টপ নিউজ মুন্সীগঞ্জ সংঘর্ষ সংঘর্ষে নিহত